গত ১৮/১২/২০২০ তারিখ আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয় । দিবসটি পালনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রশাসন কুষ্টিয়ার যৌথ উদ্দ্যেগে উক্ত দিবসটি সফল ভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মৃণাল কান্তি দে, উপ পরিচালক,স্থানীয় সরকার,কুষ্টিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুৎফুন নাহার,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),কুষ্টিয়া। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মসফিকুর রহমান, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুষ্টিয়া । উক্ত আলোচনা সভায় প্রবাসী কর্মী ও তাদের পরিবারের স্বার্থ সংরক্ষনের বিষয়ে গুরুত্ব দিয়ে প্রবাসে গমনেচ্ছু এবং গমনকারী কর্মীদের সচেতনার বিষয়ে ব্যপক আলোচনা হয় । আলোচনা শেষে কুষ্টিয়া জেলা হতে গমনকারী প্রবাসী কর্মীর পাঠানো সব্বোর্চ্চো রেমিটেন্স প্রেরণকারীদের মধ্যে তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় । এছাড়াও প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে প্রেরিত ২৯ জন শিক্ষার্থীকে শিক্ষবৃত্তির চেক প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস