১. গত ১১-১৩ জানুয়ারী/২০১৮ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় শ্রেষ্ঠ ষ্টল হিসেবে ১ম স্থান অর্জন।
২. গত ২০-২৫ মার্চ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় আগত সেবা প্রত্যাশি বিদেশগামী কর্মীদের বিভিন্ন সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয় এবং বিদেশে মৃত কর্মীর পরিবারকে প্রায় ৬৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
৩. জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর নির্দেশনা মোতাবেক দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অবদান তথা বিদেশে কর্মী প্রেরণের মাধ্যমে রেমিটেন্স অর্জন, সেবা বিকেন্দ্রীকরণজনসচেতনতা বৃদ্ধি, অভিবাসন ব্যয় হ্রাস এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সহ জনগনের সেবার মানোন্নয়নে কল্যাণমূখী অবদানের চিত্র জনগনের কাছে তুলে ধরার জন্য “ উন্নয়ন মেলা-২০১৮” যথাযথভাবে উদযাপন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) এর সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীগণের ঐকান্তিক প্রচেষ্টায় কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১১-১৩ জানুয়ারী ২০১৮ ০৩ তিন দিন ব্যাপি কুষ্টিয়া জেলা উন্নয়ন মেলা-২০১৮- এর শ্রেষ্ঠ ষ্টল হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর অধীনস্ত ডিইএমও এবং টিটিসি স্বীকৃতি লাভ করেছে।
ছবি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস